সহস্র রাত্রির ঢেউখেলা অববাহিকায় একরাশ দীর্ঘশ্বাস জমে
প্রতীতি কেবল বেঁচে থাকা, শোকের জাল বোনা মাকড়ের স্তুপ।
নিরন্তর অন্বেষক হয় অশরীরী যাতনারা একটু বিশ্রামের জন্য,
তবু অদ্ভুত এক জীবনানন্দীয় অন্ধকার জমা হয়
অভিমানে।
চেনা সুরে ধরা পড়ে ভুলে যাওয়া গানের অন্তরার যবনিকা,
ওঠো তবে, যাত্রা হোক শুরু। নৈমিত্তিক নিয়মের খোলস ভেঙে।
কি জানি! বাধ সাথে কবেকার কোন চেনা ডাক- প্রবল আড়ষ্টতায়
শেষ রাতে তার হাতে দেখেছিলাম রক্তের তুলি, খুন হই অগত্যা।