সাঁঝের বেলায় যাও জ্বেলে দীপ
আগুন রাঙা সলতে
নিত্য হেলায় একলা এ ক্ষন
প্রতীক্ষাতে জ্বলতে।
বুনো অভিমান হর্ষ ছলে-
দু:খরা থাক গলতে
অস্তাচলের শব্দরা চায়
তোমার কথাই বলতে।
কোন সে রাতে মেহেদি হাতে
রাঙ্গাও প্রেমের বাসর
বিষাদ দহন সবকটি ক্ষন
শূন্য বুকের দোসর ।
আজ কি তবে নীরব রবে
ম্লান করে সব গান
তুলবে যে সুর, দূর বহুদুর
জমবে অভিমান।