শব্দের প্রতিঘাতে নুয়ে পড়ে কোলাহল সব
নিঃশব্দে ডানা মেলে প্রেমহীন
পরাবাস্তব।
পরাজিতের প্রেম থাকে না, থাকে আক্ষেপ।
নির্দয় সময় তোমাকেও পরিণত নারী করেছে
অপার শক্তিতে।
ক্লান্তি ঢাকো ঘুমের চাদরে।
আমার আকুতি জমে থাক
বছরান্তের ধুলোর মত মনের ক্যালেন্ডারে।
আমায় প্রেম দিও না আর দীপান্বিতা। সুবোধ এই বুঝি পালালো।
এই বিরুদ্ধ সময় তার অনুকূলে নয়।
শব্দের ফ্রেমে স্মৃতি! নাকি সেও পরাবাস্তব?
বিবর্ণতা নেমেছে এক।তোমার প্রেমে সাতরঙা আবেশ নেই আর।
মেঘেদের দল উড়ে উড়ে বহুদুরে।
অনুরাগের বৃষ্টিও লীন।
নিস্তব্ধ নীল আকাশ এক, নির্বাক।
কান্নারা আছে। চোখের নিচে হাত পেতো।
অশ্রুর স্পর্শ পাবে।
তোমার কবিতা ছন্দ মেলায় অন্য কারো নৈমিত্তিক শব্দে।
আমি থাকি হেলায়, এই অবেলায়।
ঠিকরে বেরুক শোকাবহ কবিতা।
আষাঢ়ের শুরুটা বৃষ্টি ঝড়াক শোকের।
ঘুমাও তুমি দীপান্বিতা।
সুবোধ পালিয়ে গেছে
প্রেমহীন শহুরে সময়ের অচেনা গলি বেয়ে বহুদূর।