রাত্রিগুলো প্রতীক্ষিত চুমুর মতই গাঢ় হয়
যাতনা গুলো কামিত নয়, প্রাণিত।
রাত্রি বাড়ে, বিলাসের পেয়ালায় দু:খ ভাসে।
নয়তো সিগারেটের পোড়া ধোয়ায় মিলিয়ে যায় স্থিতি।
প্রেম স্থির নয় দীপান্বিতা।
নিশুতি রাত্রির গোপন আলিঙ্গনে
তপ্ত বিছানায় তোমার কেঁপে কেঁপে ওঠা
উচ্ছল কায়ার মতই অস্থির হয় প্রেম।
থাকুক শূন্য নিরবতা।
প্রেমের ক্যানভাসে বেদনার নীল অর্বাচীন কিছু নয়।
নিকোটিন বুকে জমা পড়ে রেকারিং ডিপোজিট হয়ে।
হয়তো দু:খ রাও কিস্তি করে ফিরে ফিরে আসে সময়ের ফেরে।
গাঢ় চুমুর তৃপ্ততা নিয়ে সব প্রেমিক রাত্রি গড়ে না।
কেউ কেউ বিষাদের সম্মোহনেও প্রেমিক হয়।
দীপান্বিতা, আঁধারেও দীপ্তি ছড়াও প্রেমহীন সভ্য নগরে।
চেয়ে দেখো কবি আর প্রেমিক একই সত্ত্বায় আজ নির্মোহ।
শুধু শব্দ গড়ে অন্ধকারে, ব্যাথাতুর প্রেমের,
দীপান্বিতা শুনছ?