যাচ্ছে কেটে লগ্নরা সব আপন মনে ভেসে
দুঃখগুলো থাকনা জমা মনের গহীন দেশে।
আজকে শত রঙের ঘুড়ী তোমার আকাশ জুড়ে
প্রাণের ভিড়ে পূর্ণ তুমি সুখের অন্তঃপুরে ।
আমার সকল কাব্যরা সব মলিন শব্দে গড়া
বিষাদ অগ্নি দহন জ্বালায় আমার বসুন্ধরা।
দ্বিধার গল্পে সব কুশীলব স্মৃতির পটে আজ
নতুন করে স্বপ্ন এঁকো নতুন কারুকাজ।
দূর আকাশে তারার মেলা বিন্দু বিন্দু আলো
আমার শুধু রাত্রি আছে আঁধারে মিশকালো।
তোমার আকাশ স্বপ্ন নিয়ে ছড়াক স্নিগ্ধ নীল
খুঁজবো সেথায় সংগোপনে ব্যথার অন্ত্যমিল।
তৃপ্ত সুখের মোহন আবেশ তোমায় ছুঁয়ে যাক
রঙ্গন-আলয় দু হাত তুলে দিকনা সুখের ডাক
ছলের ভিড়ে লীন হবো আজ তুমিই রবে প্রাণে
রঙ ছুঁয়ে যাক তোমার ভুবন আমার অবসানে।