তোমাকে না হারালে
বিষণ্ন বিকেলে লেখা হতো না এই কবিতা
মনের মধ্যে আঁকা হতো না প্রতি মূহুর্তে তোমার ছবিতা।
তোমাকে না হারালে
বুকের মধ্যে হতো না কোন তীব্র যন্ত্রণা।
চোখের নিচের ডার্ক সার্কেলটাও হয়তো স্পষ্ট বোঝা যেতো না।
তোমাকে না হারালে
হয়তো বুঝতাম-ই না একাকিত্বের যন্ত্রণা কত ভয়ানক
হয়তো জানতাম-ই না তোমার মায়া কতটা কষ্টদায়ক।
তোমাকে না হারালে
নিকোটিনের আগুনে হয়তো কলিজাটা পুড়ানো হতো না।
তোমাকে না হারালে
মানুষ নামের প্রাণীটাকে কখনোই বোঝা যেতো না।
তোমাকে হারিয়েছি বলেই
জীবনটাকে নতুন করে দেখতে পাচ্ছি
তোমাকে হারিয়েছি বলেই
অশ্রুসজল চোখে নির্ঘুম রাত কাটাচ্ছি।
তোমাকে হারিয়েছি বলেই
বুকের বাঁ পাশে চিনচিনে ব্যাথা হয়।
তোমাকে হারিয়েছি বলেই
তীব্র কান্নায় কেঁদে ওঠে হৃদয়।
হয়তো তুমি সুখে থাকবে অন্য কোন ঠিকানায়
আর আমি পাগল বেশে
জিন্দা লাশ হয়ে ঘুরবো অন্য কোন দুনিয়ায়।