আমি আজ বড্ড ক্লান্ত
এখন আর রাত জেগে
ম্যাসেঞ্জারে চ্যাট করতে ভালো লাগে না।
তোমার হুম, হাম, হ্যাঁ, না বলা শব্দগুলো
আমার চ্যাটের বিপরীতে তোমার নিরবতায়
আমি আজ বড্ড ক্লান্ত।
অভিনয় করছো?
বললেই পারতে !
তোমার বিরক্তির কারণ হতাম না
কখনো তোমায় আর প্যারাগ্রাফ সাইজের ম্যাসেজ দিতাম না।
তোমার জন্য কখনো আর রাত জেগে চোখের জল ফেলতাম না
তোমার ম্যাসেজের জন্য কখনো
অপেক্ষার প্রহর গুণতাম না।
তুমি বলেছিলে আমার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না দেখবে
বৃষ্টিতে ভিজবে আমার হাত ধরে
হাজার মানুষের ভীড়ে খুঁজে নিবে আমায়।
সব কিছু হারিয়ে আজ আমি বুঝলাম
সবই ছিল তোমার অভিনয়।
তোমার অভিনয়ের কাছে
আমি আজ বড্ড ক্লান্ত।