সদ্য ভূমিষ্ঠ নবজাতক আমি
মায়ের কোলেতে ঠাঁই না মিলিয়া
মিলল পরিত্যক্ত এক জমি।
রক্তমাখা শরীর আমার
একটা বাক্সে বন্ধি
জন্মটাই হল আমার আজব পাপের সন্ধি।
নেইতো আমার জন্মদাত্রী
নেইতো আমার জনক
আমি এক পাপের ফসল
ফুটপাতের নবজাতক।
নেই কোন আমার আত্মপরিচয়
নেই কোন ঠিকানা
জননী জন্মভূমি আমার আজ অজানা।
আমি দিবো না দোষ চৌদ্দ- ই ফেব্রুয়ারির,
দিবো না কোন অবৈধ সম্পর্কের
এটা আমার কপালের দোষ
নিকৃষ্ট বিবেকের।