আমার কোনো দুঃখ নেই
কারণ, আমি পাগল
পাগলদের কোনো দুঃখ থাকে না।
পাগলরা সবসমই সুখী
আমার কোনো অতীত নেই, নেই কোনো যন্ত্রণা
আমি কেবল বেঁচে আছি জীবনেরই মন্ত্রণায়
আমার কোনো মস্তিষ্ক নেই
নেই কোনো নিউরন
সুখ দুঃখের সংকেত ছাড়াই
ছুটে চলি শেষ ক্ষণ।
আমার কোনো ভাবনা নেই
নেই কোনো কল্পনা
পথে পথে ঘুরে বেড়াই
আঁকি স্মৃতির আলপনা।
আমার কোনো স্বপ্ন নেই
নেই কোন শান্তনা
পাগল বলে মানুষ আমায়
করে শুধু বঞ্চনা।
রাত্রি যখন আঁধার হয়ে ত্রিভুবনে আসে
আমি তখন ঘুমিয়ে পড়ি কুকুরেরই পাশে।
মানুষ আমায় পাগল বলে
তাতে কিছু যায় আসে না
আমি কেন পাগল হলাম
সে খোঁজ এখন কেউই নেয় না।