তোমার হাসিটা আমার খুব মনে পড়ে
তারচেয়ে বেশি মনে পড়ে তোমার কান্নার শব্দটা
আমাকে হারিয়ে ফেলার ভয়ে তুমি সেইদিন যেভাবে কান্না করেছিলে,
ভেবেছিলাম তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না।
তারপর তুমি হারিয়ে গেলে অথচ আমি সেই আগের মতই রয়ে গেলাম।
অপেক্ষা করছিলাম তুমি ফিরে আসার
কিন্তু, তুমি আর কখনো ফিরে আসনি।
কত বসন্ত চলে গেল, কত যুগ চলে গেল
তোমার চির চেনা সেই মুখখানি আর দেখা হল না আমার
তোমার সেই মিষ্টি হাসি, যা কিনা আমার বিষণ্ন মনকে
এক নিমিষেই ভালো করে দিতো,
কত দিন দেখা হয় না সেই সুহাসিনী তোমায়।
তোমার মিষ্টি কণ্ঠে, মিষ্টি সুরে
“আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়”, গানটি আর শুনা হলো না আমার।
হয়তো তুমি অন্য কোন ঠিকানায়
খুবই সুখে আছো কিংবা দুঃখে
হয়তো আমাকেও তোমার মনে পড়ে
বিষণ্ন বিকেলে অথবা মধ্য রাত্রিতে ।
ঠিক তখনই হয়তো
চোখের কোণে বিষাদের জল ছলছল করে তোমার।
আর আমি নির্ঘুম রাত কাটিয়ে
নয়ন জলে স্মৃতির সমুদ্রে সাঁতরাই
কূলের দেখা পাবো বলে।
অপেক্ষায় থাকি তুমি ফিরে আসার।
যদি এসে বল, চল আমি তোমাকে গান শুনাই।
জীবনের গান, বিচ্ছেদের গান,
হৃদয় ছিঁড়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মতো গান।