নাজমিন,তোমাকে কখনো ফুল দিয়ে
বলা হয়নি, ভালোবাসি।
তোমাকে ফুল না দিয়ে ভুল করিনি কখনো
তুমি যখন লজ্জা পেতে কিংবা রাগ করতে
তোমার গালে যে রক্তিম আভা ফুটে উঠতো
সেই রক্তিম আভা গোলাপের চাইতেও সুন্দর ছিল।
ফুলকে ফুল দিয়ে ভালোবাসি বলাটা কেমন
বেমানান দেখায়, তাই না বলো?
কখনো মোমবাতির জ্যোতি নিভিয়ে
কেক কেটে কিংবা বেলুন ফাটিয়ে
তোমাকে বলা হয়নি “শুভ জন্মদিন! নাজমিন।”
হাতে হাত রেখে আমার কোলে মাথা রেখে
দু’জনের জ্যোৎস্না দেখা হয়নি কোনো দিন।
দেখব কি করে বলো?
জ্যোৎস্নায় গা ভাসানোর আগেই
তোমাকে হারিয়ে ফেলেছি বহুদূর।
ধমকা হাওয়ায় থমকে গিয়েছিলো
আমার ভালোবাসার পথ চলা
এখন আমি কল্পনায় তোমাকে ভালোবাসি
কল্পনায় স্পর্শ করি।
ভালোবাসার এই তীব্র আকাঙ্ক্ষাই
মানুষকে মেরে ফেলে
থাক না জমে হৃদয়ের মাঝে
আমার সেই কিছু অব্যক্ত ভালোবাসা।