আমি রাতদিন খুঁজে ফিরেছি আমারে
বসন্তের রঙচটা ফুলের সৌরভে
কিন্তু, সর্বহারা হয়ে খুঁজে পেয়েছি
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এক টুকরো হৃদয়ে।
আমারে আমি খুঁজতে গিয়ে ফিরে পেয়েছি
সমাধির ন্যায় অন্ধকারাচ্ছন্ন একটা জীবনে।
আমি প্রস্ফুটিত হতে চেয়েছিলাম গোলাপের মত
উজ্জ্বল তারকারাজি কিংবা নক্ষত্রের মত।
আমাকে আমি খুঁজতে চেয়েছি মুক্তোর মত
গহীন সমুদ্রের তলদেশে ঝিনুকের অন্তরের অন্তস্থলে।
আমি চাইনি কখনো বিষণ্নতায় ভরা মেঘাচ্ছন্ন ভারাক্রান্ত জীবন।
আমি চাইনি কখনো রাস্তায় পড়ে থাকা
শক্ত পাথরের মত অশান্ত কোন মন।
আমি দুর্বার গতিতে ছুটতে চেয়েছিলাম রকেটের ন্যায়
সকল জরাজীর্ণ আর বাঁধা বিপত্তি ভেঙ্গে
আমি উড়তে চেয়েছি ঈগলের মত সপ্ত আকাশ ছেড়ে
আমি এখন ধ্বংসিত কারো মিথ্যা মায়ার জালে
আমি এখন ছন্নছাড়া তোমার বৃথা ভালোবাসার অভিনয়ে।