একটি বছর কেটে গেল
সে আমাকে আর কখনো ফোন করেনি
ম্যাসেঞ্জারের সার্চবারে গিয়ে তার নাম লিখে সার্চ দেই এখনো
নামের পাশে সবুজ বাতিটা এখনো জ্বল জ্বল করে জ্বলে
কিন্তু, সে কখনো আমাকে আর নক দেয়নি।
একটি বছর কেটে গেল
সে আর কখনো আমাকে জিজ্ঞেস করেনি, “তুমি কি খেয়েছ?
দেখ, তুমি না খেলে কিন্তু আমিও খাব না”।
কখনো আর বলেনি,“ ঠিক মতো ঘুমাও না কেন তুমি?
না ঘুমালে যে তোমার চোখের নিচে কালো
দাগ পড়বে! তখন খুব কুৎসীত দেখাবে তোমায় ”
হোয়াটসঅ্যাপটা আজো খুলে দেখি
সে আমায় ব্লক খুলে ম্যাসেজ দিয়েছে কিনা-
কিন্তু না, সে কখনো আমাকে আর ম্যাসেজ দেয়নি।
শূণ্য চোখটা আজো শূণ্যতায় ভরে উঠে
বিষাদের কালো মেঘ জমে হৃদয়ের আকাশে
চোখের কোণে অশ্রুবিন্দু জমে টলমল করে
স্মৃতিগুলো ভীড় করে মনের চারপাশে
কোলাহল আমার খুব অসহ্য লাগে
তাই একাকিত্বকেই আপন করে নিয়েছি।
একাকিত্বের মাঝেই যেন সর্ব সুখ খুঁজে পাই।
একটি বছর কেটে গেল
সে কখনো আমাকে আর ভালোবাসেনি।