হঠাৎ করে কেউ বদলে যায় না
বদলে যায়,
কারো অবহেলায়, নিষ্ঠুরতায়, কিংবা ব্যর্থতায়।
হঠাৎ করে কেউ শ্রান্ত হয়ে যায় না,
শ্রান্ত হয়ে যায়,
কারো নির্মমতায়, নির্বুদ্ধিতায় অথবা হেয় প্রতিপন্নতায়।
হঠাৎ করে কেউ একা হয়ে যায় না,
একা হয়ে যায়,
কারো নিঃসঙ্গতায়, নিরবতায়, কিংবা স্বার্থপরতায়।
এইভাবে কতশত মানুষ হারিয়ে যায়
এই সুন্দর পৃথিবী থেকে
কিংবা বাস্তবতার রোষানলে পড়ে
জ্বলতে থাকে যুগের পর যুগ
এইভাবে হারিয়ে যায় কত মেধাবীর মুখ।
হারিয়ে যায় অসমাপ্ত স্বপ্নগুলো
এই নষ্ট পৃথিবীর স্বার্থপরতায়
কবিতার লাইনগুলো হয়ে যায় এলোমেলো।
জীবনটা হয়ে যায় খরস্রোতা নদীর মতো।
সুখ নামক মুখোশ পড়ে
দিনের বেলায় ঘোরা মানুষগুলো
রাতের বেলায় সবার অক্ষিগোচরে
বালিশের মধ্যে মুখ গুজিয়ে কাঁদে
সকালের সূর্য ওঠার সাথে সাথে
মুখে সুন্দর হাসি দিয়ে বলে
ভালো আছি।
বেঁচে আছি তো, কোন এক জড় পদার্থ হয়ে
হয়তো বা বেঁচে আছি, কথা না বলা কোন এক বোবা পাখি হয়ে।