আমি আজ অসুস্থ
শারীরিক নয়, মানসিক।
যে অসুখে ভোগে অনেক মানুষ
হারিয়ে ফেলে অস্তিত্ব, হারিয়ে ফেলে সম্ভ্রম।
আমি আজ অসুস্থ
কিছু স্বপ্ন ভাঙ্গার, কিছু স্বপ্ন দেখার।
আমি আজ দন্ডিত
স্বপ্ন ভাঙ্গার দন্ডে।
আমি আজ স্মৃতিকাতর
হাতে হাত রেখে বহুদূর চলার
চোখে চোখ রেখে কথা বলার
আমি আজ অসুস্থ
ব্যর্থতা আর হারানোর তীব্র যন্ত্রণার।
আমি আজ অসুস্থ
দূরত্ব আর হারানো ভালোবাসার।
আমি আজ শ্রান্ত অতি ক্লান্ত
পথের দিশা হারিয়ে
আমি আজ অপরাধী
নিজের কাছেই নিজে।