আমাকে আমি হারিয়েছি বহুবার
গ্রামের মেঠো পথে আর শৈশবের দূরন্ত পথ চলায়।
আমাকে আমি হারিয়েছি শত সহস্রবার
সকালের শিশির ভেজা ঘাসফুলের শীতল ছোঁয়ায়।
আমি হারিয়েছি লক্ষ কোটিবার
তোমার ঐ কাজল কালো চোখের মায়ায়
আমি হারিয়েছি বারংবার
অশান্ত মনে বিষণ্ন বিকেলের গোধূলী বেলায়
আমি হারিয়েছি একাকিত্বে কিংবা ভীড়ের মাঝে
খুঁজেনি কেউ আপন করে, আপন ছায়ায়।
আমি হারিয়েছি ছন্দে, আনন্দে, নিরানন্দে
হারিয়েছি সুখে দুঃখে, প্রেম বিরহে
নির্জনে নির্বিশেষে অচেনা কোন এক মায়ায়।
এখন আমি হারানোর শেষ প্রান্তে
অশান্ত জীবনে একটু শান্তি পাওয়ার আশায়।