আমি মুক্তিযুদ্ধ দেখিনি
দেখেছি দুই হাজার চব্বিশ
দেখিছি নিরস্ত্র ছাত্রের কুর্ণিশ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
আমি দেখেছি সাঈদের মত সাহসী বুক
দেখেছি হাজারো মেধাবীর অসহায় মুখ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
দেখেছি সেই ছোট্ট শিশুকে
যে বলেছিল, পানি লাগবে? পানি লাগবে?
যেন এক অতন্দ্র সহযোগী।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
দেখেছি এক অসহায় শিক্ষকের কান্না
দেখেছি নিরস্ত্র ছাত্রের রক্তের বন্যা।
দেখেছি হিংস্র হায়েনাদের নৃশংসতা
দেখেছি সশস্ত্র বাহিনীর নিরবতা।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
দেখেছি পাকিস্তানি মিলিটারির মত
পুলিশের অন্যায় ধরপাকড়
দেখেছি অসহায় বোনের গায়ে পাপিষ্ঠ হাতের আচড়।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
আমি লড়ছিলাম আমার ন্যায্য অধিকারের জন্য
আমি লড়ছিলাম আমার স্বাধীনতা রক্ষার জন্য
সত্যি বলতে আমি মুক্তিযুদ্ধ দেখিনি
আমি দেখেছি চব্বিশের ভয়াবহতা।