রুক্ষ এই মরুর বুকে
শিশির ভেজা সকাল হয়ে
ঠাণ্ডা শীতল পরশ দিয়ে
আমায় নিলে তুমি আপন করে।

ঝড় কিংবা বৃষ্টির দিনে
মাথার ওপর ছাতা হয়ে
অন্ধকারের দিশা হয়ে
আমায় তুমি সঙ্গ দিলে।

এই মনেরই রুক্ষতাকে
রংধনুর ঐ সাত রঙে
রাঙিয়ে দিলে প্রিয় তুমি,
আমার প্রেমে সাড়া দিয়ে।
আর আমি রংধনুর সেই রং নিয়ে
স্বপ্ন এঁকেছি আমার দুটি চোখে
শুধুই তোমায় নিয়ে,
সে স্বপ্নে তুমি,
স্বপ্নের পরী হয়ে এসেছো প্রেম নিয়ে।

তোমার প্রেমে মুগ্ধ হয়ে
এসেছে বসন্ত, ফুটেছে ফুল,
প্রেমেতে আমায় করেছো আকুল;
বসন্তের সে ফুলের ধারায়
তোমার মধুর প্রেমের মায়ায়
ভালোবাসার বৃক্ষ ছায়ায়
হয়েছি আমি ব্যাকুল।

সুখ দুঃখের সাথী হয়ে
ভালোবাসার পাখি হয়ে,
উড়ে বেড়াও আমার আকাশে
সর্বক্ষণ ছায়ার মতো থাকো যে
আমারই আশেপাশে।

প্রেম যে এক মায়ার বাঁধন
তোমায় নিয়ে বুনেছি স্বপন,
জেনেছে ভুবন
তুমি যে আমার কত না আপন!

মায়াবী এক দৃষ্টি দিয়ে
জড়িয়ে নিলে প্রেম দিয়ে
সেই প্রেমের ভ্রমর হয়ে
ঘুরে বেড়াই ফুলে ফুলে।
তোমার প্রেমে মুগ্ধ হয়ে
ভালোবাসায় গুনগুনিয়ে,
পাড়ি দিবো দুর অজানায়
ভালোবেসে তোমায় নিয়ে।