অবসরে  যাওয়া  নক্ষত্রের  খোঁজ  কেউ রাখেনি।  জেগে  উঠে  সে  আর  টিপ  টিপ করে  জলেনি।  তুমি  কিংবা  তোমাদের  মত দর্শক  হয়ে  অপর  নক্ষত্রের  রাত  পাহারা দেখেছে  সে। মঞ্চের  পাশে  ভিড়  জমে গেলে পশ্চাৎ  পদে  হেঁটেছে, তবুও  সামনে  অগ্রসর হয়নি। হয়তো  তোমরা  তাকে  আবারও নিভিয়ে  দিতে  এই  আলোক বর্ষে।