জানো বন্ধু, আমি ধূসর।
তিক্ত রোদে উত্তপ্ত হয়ে যাই।
জানো বন্ধু, আমায় ছোঁয়া যায় না,
জোর খাটিয়ে ছুঁইতে গেলেই আঙুল পুরে যায়।
আমি নাকি গাণিতিক সূত্র, আমায় মনে রাখা যায় না। আমি জ্বলন্ত করাই ভরা ফুটন্ত তেল, শরীরে স্পর্শ হলেই ফোসকা পড়ে যায়।
জানো বন্ধু, আমি ক্লান্ত।
একটা সুন্দর ভোর দেখে, বিদায় নিতে চাই।