পচে যায় নি কি সমাজ! খসিয়া পড়ে নি কি বিবেকেরা!
ন্যায়, নীতি, মান, শাস্ত্র, হলদে পাতার মত ঝরিয়া
পরার আশায়। চেয়ে আছে ঠিক উত্তরের বায়ু পানে।


সোনালী সমাজ হয়ে গেছে নীল সোনালী মানুষ নাই!
সমাজে যে জন ধন-বান তার কথাতেই ফোটে খই।
চাকর-বাকর মনে হয় বুঝি শ্রমজীবী দুর্বলে,
মদ, জোয়াখোর, সন্ত্রাস, বাজে-লোক দাপুটে হইলে,
জি হুজুর। বাকি আছে যারা তারা দেখে জগ-তের সাজা।
সব দেখে যেই সমাজ অন্ধ, সেথা মন্দ, ভালো যা


বিষাক্ত এই সমাজে জন্মে বিষাক্ত নেতা-নীতি।
সোনালী মানুষ চাই! বদলাই সবে বিষাক্ত নীতি।
সোনালী বিচার চাই আজ, শুধু দুর্ণীতিটা থামান।
আন্ধারে থাকা কোন অনুজের সোনালী এ আহ্বান।