সোনালি গাঁয়ের মাটি মায়া পথে হেঁটে যাই আমি রোজ,
হেঁটে হেঁটে নেই পথ, সোনা পাখি সবুজ গাছের খোঁজ।
সন্ধ্যায় নীড়ে যায় সাদা বক পাখিদের কত ঝাঁক,
চোখের নিচেই সোনা ধান মাছ সবুজে মোড়ানো শাক।
অনেক দূরেতে সবুজ গাছেরা মানচিত্র মতন।

দূর মসজিদ থাকি মাগরিব আজান আসছে ভাসি
মানুষের যায় আপন নীড়েতে শিশিরেরা দেয় হাঁসি।
সমস্ত আলো নিভে যায় হায়, বধুরা ব্যস্ত ধূম।
ঘরে ঘরে জলে উঠে আলো, জলে উঠে বিধু তাঁরা ব্যোম।

অবনীর সব চুপচাপ এই কঠিন অন্ধকারে ,
মাঝ রাতে ঢেকে ওঠে প্যাঁচা আর ব্যাঙ ভয়ে উঠি কেঁপে
ঝাপটিয়ে ধরে বিবিসাব মোরে বাকী সব বুঝি পর!
ফজরের ঢাক শুনে উঠি, ফের নামাজে যাবার কালে,
কিচির মিচির ঢাকেতে হই যে উতলা, উতলা নদী।