যৌবনে আজি ধান হেসেছে সবুজ দুই ধার,
এ পাশে আছে টিনের ঘর নানান গাছে ভার।
মস্ত আম গাছের কোল ঘেঁষে টিনের চালে,
বাসা পেতেছে ছ’টি চড়াই লাফায় কত ঢালে।
মন হাঁসিয়ে সোনা বিকেল কারিয়া নেয় মোর।
হিজল তলে বসে কাঁদিয়া ছোট নাতীন মোর,
হিজল ফুলে পুতুল বিয়ে দেয় দিন দুপুর।
সোনালি পাখি গাছের ঢালে নাতীন খেলে নিচে,
এরই মাঝে সোনালী দিবা কাট-তো বেশ সুখে,
বৈশাখ ঝড়ে আমের ঢাল নিঠুর দোলনায়,
হিজল আর জারুল ফুল মাটিতে মিশে হায়,
সোনালী পাখি চড়াই আজি নাহি দেখি বাড়িতে,
শত যতনে শত মায়ার আমার এই বাড়ি,
সুখে দুঃখেতে মিশায়ে আছে সোনা সবুজে ভরি