শাপলা ফুলে কলমি ফুলে
ভরে গেছে পুরী।
বইঠা বেয়ে আসছে দেখ
পরান মাঝির তরি।
শালুক ফুলে ভ্রমর নাচে
ফড়িং উড়ে ঘুরে।
পরান মাঝি বইঠা বাহে
গানের সূরে সূরে।
চালতা ফুলে জারুল ফুলে
পরান মাঝি চাহে।
চেয়ে চেয়ে মুচকি হাসে
কদম ফুলের সাথে।