পদ্মা নদীর পারে চেয়ে চেয়ে থাকি,
অস্তগামী সূর্য, অগ্নি গোলায় দুঃখ নাকি!
শূণ্যে ভাসা তিমির ঝাঁপে কিনচিৎ হাসি,
তরী বেয়ে ভিড়ে মাঝি, রাশি রাশি।
তবু কেন ফিরলে-না রুপসী হেনা!
ব্যথার নদে কেমন আছি ভুবন মাঝে,
কষ্টের জয় জয় উৎসব আমার সকাল সাজে।
ডানা মেলা প্রজাপতি খুব সহজেই
গুটায় ডানা? ছন্দ ভুলা উড়াউড়ি।
তবু কেন ফিরলে-না রুপসী হেনা!
তোমার চুলের মত দুলছে গাছের পাতা,
চেয়ে দেখি আমার শুধু শূন্য খাতা।
খামে আসা শেষ চিঠিটা যত্নে আছে,
যত্নে রাখে ঝিনুক যেমন মুক্ত ভাজে
শীতে যদি গো না, ফিরো বসন্ত বায়।