কতটুকু নিঃস্ব হলে একটা পাখি
রাত্রি জাগে এমন একা, কেমন ব্যথা!
কেমন তাঁহার বুকের ক্ষত! চৈত্র মাসের
মাঠের মত! নিশি রাতের বিরহী কুমার।
এই পাখিটা আমার মত রাত দুপুরে
কাঁদে। গভীর সূরে দুঃখ লুকায় শিমুল
ফুলের সাথে। কিসের শোকে রাত্রি জাগে,
রাতটা কেন এমন প্রিয় তাঁহার কাছে?
প্রিয়ার কসম, ভালোবেসে হেরে গেলে
কোন আগুনে দেহ পোড়ে কেউ দেখে না।