সম্মান পাশ সনদ পাইয়া, পেলাম না চাকুরি টা!
ওদের টাকাই আসল, সনদ শুধু কাগজ একটা!
ভাবলাম আমি সনদ পত্রের কী যে প্রয়োজন ছিল!
টাকা সহ সনদ মূল্যবান, অন্যথায় কাগজে মিল!
কাছের মেধাবী বন্ধুর খোঁজ নিলাম একদা হাঁটি,
নাই-নে তাদের পড়ালেখায় যে ঘটে ছিল ধুলো মাটি।
সংসারে অভাব অনটনে মেধাবী ঝরে, রুদ্ধশাস!
মিস্ত্রী যে হয়েছিলো পেশা, একনাগাড়ে বছর দশ,
মিটিনী অভাব! চৌদিকে জীবনের শান্তির কসুর।
"রতন", দেখিয়া আমায় আশ্রু কথায় কাদিলো বেসুর!
অথচ দেখিয়া ভাবিয়া উঠলাম, হায়-রে "শাফি মতি"!
সেই নবম ক্লাসের "মতি" এখন তো সে লাখ পতি।
প্রবাশী হয়েই নারী, গাড়ী, বাড়ি, সবের সে পতি।
দেশে সনদ যে শুধই নামের, শ্রমের আরেক নাম
শুধুই কর-ম। হায়! আছে শুধু চৌদিকে টাকার দাম।