বাঁশ বাগানের মাথার উপর
চাঁদটা যখন উঠে,
ভোরের বকুল ফুলের মত
তৃপ্তি করে হাসি।
দুলবা ঘাসের জড়াজড়ি
কাচা মাটির পথে,
শিমুল ফুলের হাসি দেখে
প্রাণ ভরে যায় সাথে।
গ্রাম খানি মোর মায়াবী পুর
সাজিয়ে থাকে রোজ,
হিজল জারুল গয়না তাহার
টিকলি ধানের মুকুল।