এই খানে আজ নেই হৈ চৈ আর চেঁচামেচি কোলাহল।
থেমে গেছে এই সভ্যতা বিলাসী নীল সজীব চলাচল।
অবসরে ঘাসে ভড়েছে সোনালী সমুদ্র তট, পার্ক।
বন্ধ রয়েছে ক্যাসিনো মদের বার সিনেমার হল।
কাইজা ফ্যাসাদ মারামারি আর হানাহানি কোথায় কে।
নীল সজীব এ পৃথিবীতে ভয় উদ্বেগ আতঙ্ক!
চৌদিকে আধার নিরাশার নীল উড়ন্ত প্রজাপতি।
বিজ্ঞান যত সংঘ, গবেষণা নত মস্তকে সবে।
কান্নার রোল, লাশের মিছিল, দেশে দেশে আন্ধার।
বিশ্ব এখন অবাক তাকিয়ে ভেলা হীন অস্থির।
তারা বীর! আছে যারা ময়দানে সাহসী শক্তি নিয়ে।