এসব প্রেম হায়নার মতন।
রাত পোহানো ময়লা জমা ঝুড়ি।
নদীর মত ঢেউ মেরে তলায়,
স্বপ্ন ভড়া কত শত জীবন।
এসব প্রেম শুকুনের মতন
তাকায়, লালা ভড়া তৃষার্ত চোখে।
রুপ দেখায় পুলিশের লাঠির।
ধর্ষণ বাড়ে এসব হয় বলে
এসব প্রেম আয়লা, ফণী ঝড়
ঝড়ের তোপে সামনের সব শেষ।
এসব প্রেম ময়লার ভাগারে
কান্না করা অনাথ এক শিশু।
এসব প্রেম কুকুর বেড়ালের।