বৃষ্টি-তে একদিন কস্টের ধান শুকতে পারি নি,
তখন বুঝেছি রোদে সোনায় যে কত তফাত, ধরণী।
প্রচণ্ড রোদ মাঠ ঘাট চৌচির, খালে বিলে নেই বারি,
হায় দয়াময়! অত শত ধন, জৌলসের রূপ ছাড়ি,
আসমানে চাহি বলি রোদ, বৃষ্টি কত বড় “নেয়া-মত”।
ভালোবাসা নাই বলে যখন ফিরিয়ে দেন খাঁ সাবরা,
তখনি গরীব বুঝিয়া শুনিয়া কাঁদিয়া কাঁদায় সব।
হাসি দিয়ে কেহ করেছে বরণ, বলি ভালোবাসা আছে!
পরে তাঁরায়েছে। ভালোবাসা শুধু গরীবের মিছে।
শুনেছি দেশের মধ্যবিত্ত-রা হিমশিম খায় নিত্য,
খা সাব, ভাবুন গরীবের প্রতি রাখুন একটু তথ্য।
কেউ কাঁদে কেউ কাঁদায় আদম সন্তানেরা তো এক।
রাস্তায় তারা হুহু করে কাঁদে ফিরে তাকায় না কেউ।
একটু উচ্চ শিক্ষা, চিকিৎসা, অপূর্ণ হাজারো, হায়
শহীদ হওয়া কিছু যে স্বপ্ন ছিলো আবদার তায়
ভেবে ভেবে কাক চোখে বিশাল স্বপ্ন মাঝে কী যে ভাবি!
বিশাল সমুদ্রে মোরা একা নেই জীবনের এক খাবি!
গরীবের খুব প্রয়োজন এক ইঞ্চি ভালোবাসাই।
বিদাতার রোদ, বৃষ্টি, সম্পদ ভোগে, ভাগ নেই,
মানুষে কত শ্রেণি, গরীবের হক নষ্ট করে দেই!