ধানের শব্দের মতন সূর
বেজে ওঠা নূপুর।
সূর দেখে বেজে ওঠে
মনে, মায়ার ঠাকুর।
চারদিকে কত সূর
কত জলের খেলা
কত রাতে জোসনা ঝরে
কত রাতে হেলা।
মায়ার সূরে হৃদয় বেধে
ঘুড়ির মতন উড়ে
চলে গেছে ভিনদেশী এক
হাসের মতন দূরে।
মায়ার পালক মন পাটিতে
বহ্নির মতন জ্বলে।