চালতা ফুলে মুগ্ধ হয়ে
হিজল-জারুল-কদম
ফুলে, উঠতি মেয়ের হাসি,
হেসেছে আমার দম।
এসেছিলে নারী তুমি
ঝরা ফুলেল প্রস্থান।
যাও কেনো একা, কোন বনে যাও?
কোথায় তার বাসস্থান!
ভাঙ্গা বুকের রক্ত কথা
ব্যথার সে ইতিহাস।
দেখিলে-না বৃষ্টি মেয়ে
চাতকের কী বাহাস।
নদীর দুঃখ কেউ বুঝে-নি,
পার ভাঙ্গা সব দায় তাঁর!
পাহাড়, কস্টের দাগ দেখিবে
কে? শক্তের সব দায় তার!