অন্তরীক্ষ নীল থাকে না সন্ধ্যা যে লগন,
শেষ বেলায় অমন কেনো জীবনের গগন!
বৃদ্ধাশ্রমে গহীন কালো অন্দারের কূল,
সোনা বরণ মুখে ফুটেছে ধুতরা! কালো ফুল।
কাঁদোকাঁদো সে চোখ সমুদ্র পানিতে টল মল
তুলিছে হাত "হে রহমান, মেহেরবান, দয়াল"।
কী জানি কী দোয়া পড়িয়া এ মোর ভাগ্য দয়াল,
সূখে রাখিও বাজানের সোনা বরণ গা-খানি।
এমন করি কান্না ভেজা চোখে তাকিয়ে আছে,
কত যে বৃদ্ধ বাপ-মায়। কী নিষ্ঠুর তুমি!
বৃদ্ধাশ্রমে রাখিয়া নিজ বাপ-মায় কেমনে,
ঘুমাও, দিন কাটাও বলো হায়নার মতন।
চারদিকে ঘন আন্ধার ঘন ঘন ঝিঝিরা
ঢাকিয়া হাঁকিয়া আজি অস্থির পেরেষাণ।
অশ্রু সেদিন কপোল ভেসে মাটি হয়েছে খাটি,
সোনা মুখ মেঘে ঢাকি কেমনে চলে ঘটি বাটি!