আলয় হতে কিছুটা দূরে হেটে আমি যাচ্ছি ,
সবুজ গাঁর সজীব পথ দুলবা ঘন ঘাস।
খেজুর তাল রোঁদের সাথে খেলছে কানামাছি।
পথের পেটে নব রাস্তা চলছে অজানায়,
কৃষক আজ ঘামে নাকাল ধান পাকা খরায়।
ঝিঝিরা ঢাকে আম জামের উচু-নিচুর শাঁখে,
শালিক টুনি কোকিল ঢাকে রাস্তার ও বাকে।
ঋতু যে আজ গৃষ্ম ছিল বিদায় বসন্ত!
বটের শাঁখে টিয়া পালালো, থমকে দাড়ালাম!
কিছু সময় উদাস চোখে তাকিয়ে রইলাম।
এই সে গাছ, পথ! অশ্রু দু লাল চোখে
বিরহে নীল আমাদের ঐ বিদায়ের সলিল।।