কত মানুষ ধর্ম করে, ধর্মে জীব ঘরে।
কত মানুষ জীব কাটায়, নাস্তিকতা করে।
কত সরল মানুষ বিয়ে করে বাচ্চা পোষে,
কত যে গুণী মানুষ, বিয়ে না করে জীব চষে।
কত মানুষ বিয়ের পর বেশ্যা হয়ে ঘুরে

কত যোবক প্রেম তরে ঊর্ণঝালকে করে
চূর্ণ। তবু প্রেম তাকে চায়-না নিজ সূরে।
কত যোবক প্রেম নামে ধর্ষণ ও করে!

কত মানুষ খাবার করে নষ্ট, ছি ছি সূরে!
কত মানুষ খাবার খোঁজে উহু, আহা করে।

কত নেতারা ভদ্র হয়, জনসেবা ও করে,
কতক নেতা চোরাই করে, সন্ত্রাসী হয়।

কতক স্যার ভদ্র হয় সংসার বা জবে,
কতক স্যার ঘর কলহে পিয়ন ধমকায়।

কত মানুষ সচ্ছ দেখে পরিষ্কার শুনে,
তবু কুলুপ আঁটিয়া, কালো গগজ দেয় মনে।
কত মানুষ প্রতিবাদী, থাকেনা শুধু ধ্যানে।