আবছা মেঘ আসে যায় গগনে,
ক্ষণে ক্ষণে সে ব্যথা জুড়ে জমিনে।
সামনে হয় সুখ, নয়তো ঘৃণা।
হয়তো প্রেম, নয় বিরহ বীণা।
সামনে প্রেম, না শোকের খেলা!
আমি সত্যি জানি-না কোন তালা!
অপেক্ষা! এ বড় কঠিন খেলা।
একটা দুটা জমানো ইটে হয়
বাধা প্রাচীর। মহা প্রাচীর বয়!
যার সামনে দাড়ানোই কঠিন।
কিছু মানুষ, তারপর কেমন
হয়। ভালো বা খারাফ ও হয় না।
মানিয়া লয়, ভেবে, দুঃখ পায় না।