আলতু ফালতু কথার প্যাচ
কথায় কথায় ঘ্যাচাং ঘ্যাচ।

লিখছে বলছে কিনছে মত
ফালতু কথায় ঠকছে সৎ।

সত্য কথায় আহাম্মক
মিথ্যা কথায় জিতছে ঠক।

চলছে ঠকছে হচ্ছে বীর
সত্য জনের কাটছে শির।

আলতু ফালতু যাহোক ভাই
সত্য কথার জুড়ি নাই।

মিথ্যা কথার অল্প দিন
সত্য জয়ীর বাজবে বীন।