সারাজীবন করলিরে পার
আপন আপন করে,
কি নিয়ে তুই শুইবেরে মন
একা কবর ঘরে?
ওরে কদিন পরে দম ফুরালে
হইবিরে তুই লাশ,
কাফন দাফন কইরা সবে
বিছাই দিবে বাঁশ।
ওরে, কবর ঘরের আলোর জ্যোতি
কররে একটু জমা
নইলেরে মন ছাড় পাবি না
আর পাবি না ক্ষমা।
স্ত্রী পুত্র গাড়ি বাড়ি
সবই আছে তোর
চোখ মুঝে দেখ কদিন পরেই
সবই হবে পর।
কাওছারে কয় ওরে ওমন
কিসের বিলাসিতা
দুইদিনের ই মায়ার জীবন
সব ই হবে বৃথা।