পল্লীগাঁয়ে পাইনা এখন
আগের মতো ঘ্রাণ
ইটভাটা আর দালান কোটায়
হারিয়ে যাচ্ছে  প্রাণ।

হারিয়ে যাচ্ছে  বনবাদাড়ের
পাখপাখালির ডাক
রাত্রিবেলা শিয়াল মামার
হুক্কাহুয়া হাঁক।

ডাংগুলি কি মার্বেল খেলা
এই প্রজন্ম বুঝে?
ব্যস্ত সবাই  মোবাইল হাতে
অনলাইনে গেম খুঁজে।

পল্লীগাঁয়ে আর পাবেনা
বায়োস্কোপের খেলা
হারিয়ে যাচ্ছে রঙবেরঙের
নানা শিল্পের মেলা।

কে দেখিবে কে শুনিবে
পল্লীর করুণ সুর
শহরমুখি ব্যস্ত সবাই
শেকড় অনেক দূর।