এই দেশের ই একটা পোলা
শ্রেষ্ঠ হতে চায়,
আবু মিয়ার মুকুট নিয়ে
ধরলো নেতার পায়।

শ্রেষ্ঠ হয়ে বুক ফুলিয়ে
রাস্তা দিয়ে হাঁটে
মনের দুখে আবু মিয়ার
বুকটা কষ্টে ফাটে।

চুরি করা মুকুট নিয়ে
চলছে চোরের দল,
আবু মিয়া মনের জোরে
রাখছে বুকে বল।

আবু মিয়া বলছে এবার
কিসের শ্রেষ্ঠ দেশে,
চোরেরা পায় শ্রেষ্ঠ খেতাব
আবুরা যায় ফেসে।

আবু মিয়ার মতো যারা
করছে ভালো কাজ,
নেতা এসে ধমক মারে
মিটায় তাদের ঝাঁঝ।

আবু মিয়া শেষ বয়সে
ভাবছে বসে একা
ভাল কাজের মুকুট কেনো
পায় না আজও দেখা।