কালো বলে
কেউ কাউকে
করিস না ভাই ঘৃণা,

হাবশি বিলাল
ছিলেন  কালো
জান্নাত যাঁর ঠিকানা।