রক্তে মোদের জং ধরেছে
তেজোদ্দীপ্ত নেই ঈমান,
ঘুণে ধরা সমাজটাকে
বদলে দিতে দাওরে শাণ।
উমর খালিদ আসবে না কেউ
ধরার বুকে আর ফিরে,
মরচে পড়া এই পৃথিবী
বদলাতে তাই আয় নীড়ে।
মানুষরূপী হায়েনারা
দল বেঁধে সব খাচ্ছে দেশ,
মা বোনেরা ধর্ষিত আজ
লজ্জিত মোর বাংলাদেশ।
ভাঙতে এ ঘোর জাহেলিয়াত
আয়রে জোয়ান আয়রে আয়,
লাঞ্চিত আর বঞ্চিতরা
ঐ চেয়ে দেখ মূর্ছা যায়।
তাকবির দেরে প্রাণ কাঁপানো
জেগে ওঠার এই সময়,
ঈমান নিয়েই মরতে হবে
কীসের এতো মরণ ভয়?
১০/১০/২০২০ খ্রিস্টাব্দ (দশ দশ বিশ বিশ, দশে দশ বিশে বিশ)