চারি দিকে উঁচু উঁচু অট্রালিকার ছায়া
সেই ছায়াতে বিশ্রাম নিয়েই আমার যত সারা।
ভেবে দেখিনি কার ছায়াতলে বিশ্রামে আমি শান্ত
কে দিলো আমায় এমন অপরি ক্লান্ত।
কে বানালো মস্ত বড় পাহার ধারি বাড়ি।
অনার আছে আমার নেই, এ কেমন বারাবাড়ি।?
আর নয়ে অন্যের অট্রালিকার ছায়া।
এবার হবে আমার বাড়ি মেঘের দেশ ছোয়া।