কাজ নেই কাম নেই ব্যস্ত ভাবে হাটা হাটি।
এদিক সেদিক ওদিক এদিক শুধু আমি হাটি।
হেটে হেটে গেলাম চলে শাহবাগ মোড়ে...
যে দেখি সবাই হাটে, ক্লান্ত শুধুই আমি।
গেলাম হেটে গুলিস্তানে।
যে দেখি সবাই ব্যস্ত, বেকার শুধু আমি।
হেটে হেটে সন্ধ্যা কালে এলাম আমার নীড়ে।
এসে দেখি সবাই ব্যস্ত টিভি দেখা নিয়ে।
সন্ধ্যা নেমে রাত্রি এলো, সবাই বিভোর ঘুমে...
একলা আমি জেগে আছি বারান্দাতে গিয়ে।