সুস্থ মাতাল
কাশভি কাউসার
হ্যা হ্যা হ্যা এই হাসির সুর দোতনা
সুস্থের উম্মাদনা
ফুটপাতে শুয়ে থাকা
যতো সব ছন্নছাড়া
নেশার পাগল।
কথা বলে আকাশ চড়া
শূন্যের খেচর ওরা
গায়ে সব ছেড়াবাড়া
ভেড়া ছাগল।
চোখেতে লাল লাল লাল
এতো এক বদ্ধ মাতাল
সুস্থ আবাল
চেনে সব টাকা করি
দুহাতে চুড়ি বেড়ি
মাথাটা ময়লা গোছাল
দেখতে কাঙ্গাল
শীর্ণ দেহ।
সমাজের বর্জ এরা
ফুটপাথ রাত্রি ডেরা
ডরে না দুঃশাসনে
আপন মনে
ছিন্নরা তাই হাত পাতে।
সুযোগে ছোবল মারে
সমাজের তরে ঘরে
এরা সব ছদ্দবেশি
নগ্ন হাসি
কথাকয় মিষ্টিমধু
সেতো এক ভিন্ন রূপে
পালের গোদা।
ছিন্নদের চাওয়া পাওয়া
অল্পে তুষ্ট হওয়া
গোদাদের পেট ভরেনা
স্বদেশের ব্যাংক কাটে
এরা সব সুস্থ মাতাল ছদ্দ বেশী
রাতারাত হয় বড়লোক
মুখে রয় ভিনদেশী শ্লোক
গোদাদের ঘর পরিবার
চলেসব রাজ্য বাহার
মুখে সব মজার আহার
স্বদেশের সব চোষে।
ছিন্নরা ঘর বোঝেনা
গোদা চায় রাজ্য ভূবন
প্রবাস জীবন
স্বদেশের বুক চেপে।