সুগন্ধী শহর
                     কাশভি কাউসার
এই শহরের অলি গলি হেঁটেছি কতবার! ফিরে এলাম বহুদিন পর
সেই চিরচেনা শহরের রাস্তায়। বদলে গেছে রাস্তাগুলো বদলে গেছি আমি
খোয়া বসানো প্রতিটি পদের স্পর্ষ একই আছে! সেই কোমল স্পর্ষ চিনেছে আমায়
তার ফুটপাতে আমি দীর্ঘশ্বাস ফেলেছিলাম, বসে ছিলাম ক্লান্তিলগ্নে কতদিন!
এই শহরের দুষিত বায়ু আজো আমাকে মনে রেখেছে,মনে রেখেছে ল্যাম্পপোস্ট গুলো
আমি যখন দূর দেশে পাড়ি দেই তখনো আমার শরীরে!
সেই শহরের সুগন্ধ ছড়ায়।