শ্রমের প্রাপ্তি
         কাশভি কাউসার

ঘামে গন্ধ ভরা শ্রমিক শরীর
মাঠ ঘাট বিল্ডিং সেই মহাবীর
যার হাতে সোনাভরা ফসলের মাঠ
ভাগ্য বসনে পুরে কৃষক ললাট।
সতত বঞ্চিত অধিকার বোধ
শ্রমিক মজুর কৃষ‘ শুধুই অবোধ
যাহাদের ঘাম ঝরে এই সভ্যতা
তাদের পরিয়ে দেই রাজ রাজ টিকা।
যন্ত্রের যাতাকলে শ্রমিক জীবন
রোজ রোজ গড়ে শ্রমে নতুন ভূবন।
খাটে যারা মেহনতি রাতদিন ভর
এরাইতো গৌরভী মুল কারিগর।
তবুওতো কোপলে জুটে অপমান
এভাবে জীবন বাঁচে মান –অভিমান
গাই তবে এই ভবে তাহাদের গান
তাহাদের সম্মান আকাশ সমান।