সবুজ ঘুড়ি
                  কাশভি কাউসার

ইচ্ছে গুলো এলোমেলো স্বপ্ন গুলো ঘুড়ি
জীবন হলো দূর্ভাবনার পথে হামাগুড়ি
নদীর স্রোতে নাও ছুটেছে উজান পানে মাঝি
মেঘলা আকাশ থমকে গেলো কোন আকাশে উড়ি।

সাঁঝের বেলা প্রদীপ নিভে বিকট অন্ধকার
একটু ঝড়ে শূন্য হলো বাঁচার অধিকার
সঙ্গিরা সব আপন আলোয় চলছে ফিরি ফিরি
সঙ্গি বিহীন একলা তব কোন আকাশে উড়ি।

জীবন আধার আষাঢ় শ্রাবন সাগর ভরা জল
তনু অয়োময় অশ্রু স্বজলে আঁখি দুটি ছলছল
শেষ বিকেলে পাহাড় ঘেষা সূর্য্ আকাশ ছাড়ি
সন্ধে হলো জীবন আলোয় কোন সে পথে ফিরি।