সেদিন দুপুরে
                  কাশভি কাউসার

উদ্দেশ্য হীন একদিন চলন্ত ট্রেনে উঠে পড়ি
দাঁড়িয়ে থেকে প্লাটফ্রর্ম থেকে জানালার পাশে বসা এক রমনীকে দেখে
হঠাৎ! ট্রেন থেমে গেল ভাগ্যবতি স্টেষনে, যাত্রিরা নামছে এক পা দু পা করে
দুপুরের আকাশ ধূ-ধূ মাঠ! চারিদিকে রৌদ্রের ছড়াছড়ি
তিশির ফুল গুলো দোলছে একটু পর পর দমকা বায়ুতে
খইয়ের মত সাদা মেঘ আকাশে ঘুরছে দিকবিদিক,
গরু ছাগলেরা হাপিয়ে উঠেছে ঘাস খেতে খেতে
মাঠের মেঠো পথ ধরে চললো ক্লান্ত রাখাল, মুখে বেসুরো বাঁশির সুর
হামাগুড়ি খায় চৈত্রের শুকনো ঢেল! সূর্যটা হেলে পড়ে পশ্চিম আকাশে
উত্তরের ঈশান কোনে মেঘের আনাগোনা, একটু পরে কৃষান-কৃষানির মাঠে ছোটাছুটি
সহসাই তাদের ভীরে হাড়িয়ে ফেলি সেই হাসি মাখা মুখ
তারপর থেকে প্রতিটি চৈত্রের দুপুরে ভ্যগ্যবতি স্টেষনে তাঁকে খুঁজি।